বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: প্রেমিকের অভাব অনুভব করছেন যারা, তাদের জন্যই “ইনভিজিবল বয়ফ্রেন্ড” নামের এই অ্যাপ। মাসে মাত্র ২৪.৯৯ ডলারের বিনিময়ে এই অ্যাপ এক বানোয়াট প্রেমিকের পক্ষ থেকে আপনাকে পাঠাবে টেক্সট, কল করবে এমনকি হাতে লেখা চিঠিও পাঠাবে।
২০১৩ সালে প্রথম “ইনভিজিবল গার্লফ্রেন্ড” নামের একটি ভার্শন বের হয়। তবে দুটো অ্যাপই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় গত মঙ্গলবার। এই অ্যাপ প্রস্তুতকারী কোম্পানির মতে, যাদের বাস্তবে প্রেমিক নেই কিন্তু নিজেদের পরিবার ও বন্ধুদের বোঝাতে চান তিনি প্রেম করছেন, তাদের জন্যই এই অ্যাপ। এমনকি যাদের আসলে প্রেমিক আছে তারাও এই অ্যাপ ব্যবহার করতে পারেন প্রেমিকপ্রবরটির থেকে বিশেষ মনোযোগ পাবার জন্য।
পুরো ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে? ম্যাশেবল এর লেখিকা কারিসা বেল নিজেই ব্যাপারটিকে যাচাই করবার জন্য এই অ্যাপ ব্যবহার করেন। শুরুতেই এই ইনভিজিবল বয়ফ্রেন্ডের নাম, বয়স, ছবি এবং ব্যক্তিত্ব বেছে নিতে হবে। আপনার দুজন কীভাবে প্রথম দেখা করলেন সে ব্যাপারেও একটি গল্প বানিয়ে নিতে পারেন, অথবা এই অ্যাপের তৈরি করে দেওয়া গল্পটাও রাখতে পারেন। এই অ্যাপের সম্পূর্ণ ভার্শনটির খরচ মাসে ২৪.৯৯ ডলার এবং এই খরচের আওতায় আপনাকে পাঠানো হবে ১০০ টি টেক্সট, ১০টি ভয়েস মেইল এবং একটি হাতে লেখা পোস্টকার্ড। তবে এট বর্তমানে বেটা অবস্থায় থাকায় প্রথম ১০টি টেক্সট বিনামূল্যেই পাওয়া যাবে। ফোন নাম্বার কনফার্ম করার পর পরই কারিসা তার এই বানোয়াট প্রেমিকের থেকে টেক্সট পাওয়া শুরু করেন। ব্যাপারটি কতটুকু বাস্তব তা বোঝার জন্য তিনি একটি ঝগড়ার অবতারনা করেন। এই অ্যাপের প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী, এসব টেক্সট পাঠানোর জন্য বট নয় বরং আসল মানুষদের ব্যবহার করা হয়। দেখা যায়, এসব টেক্সট দেখে যদিও বোঝা যায় এগুলো আসলে একজন মানুষেরই লেখা, তবে এগুলো বেশ একঘেয়ে ধরণের।
বর্তমানে শুধুমাত্র আমেরিকা ও কানাডার মানুষের জন্য এই অ্যাপ কাজ করছে। তবে ভবিষ্যতে এটি অন্যান্য দেশেও ব্যবহার করা যাবে এবং বিভিন্ন দামের মাঝে তা ব্যবহার করা যাবে।