বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বগুড়া: ট্রাকে পেট্রোলবোমা হামলায় চালক, হেলপার এবং ব্যবসায়ীসহ তিন জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় ট্রাকে এ পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-পিরোজপুর জেলার কাউখালি উপজেলার হোগলদেবতা গ্রামের তবিরুল ইসলামের ছেলে ট্রাক চালক তিতেন (৪০), সাতক্ষীরা জেলা সদরের মৃত আলেপ মণ্ডলের ছেলে হেলপার আব্দুর রহিম (২৫) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেকামতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রহিম (৪০)। আহতদের মধ্যে ট্রাক চালক তিতেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ জানান, রাত সাড়ে ৯টার বগুড়ার মোকামতলা থেকে ফার্নিচার বোঝাই ট্রাক পিরোজপুর জেলার উদ্দেশে রওনা দেয়। এ সময় ট্রাকের মধ্যে চালক, হেলপার ও ব্যবসায়ী ছিলেন। ট্রাকটি ঝোপগাড়ি এলাকায় পৌঁছিলে দুর্বৃত্তরা ট্রাকটি ভাঙচুর করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায় এবং তিন জনই অগ্নিদগ্ধ হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিদগ্ধ তিন জনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অবস্থিত ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম তিন জন দগ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বাংলামেইল২৪ডটকম