স্টাফ রিপোর্টার ॥ দ্রুত সংলাপের মাধ্যমে রাজনৈতিক সঙ্কট নিরসনের তাগিদ দিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সংলাপ না হলে দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাবে।’ তিনি এও বলেন, ‘বিদেশিদের চাপে যদি সংলাপ হয় তা হবে দেশের জন্য লজ্জাজনক।’
শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবকে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখতে বেরানোর সময় গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিয়াজ রহমানের মতো কূটনীতিকের ওপর হামলা দুঃখজনক উল্লেখ করে তিনি দোষীদের বিচার দাবি করেন।
অবরোধে তার সমর্থন রয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান। তিনি বলেন, ‘সরকার ৫ তারিখে (জানুয়ারি) বিএনপিকে সমাবেশ করতে দেয়নি। ১২ তারিখে তারা নিজেরা সমাবেশ করে রাজনৈতিকভাবে হেরে গেছে।’