বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আক্রান্ত হলে অথবা মানুষের প্রাণ রক্ষার স্বার্থে বিজিবি সদস্যরা নাশকতাকারীদের গুলি করবে বিজিবি প্রধানের এমন বক্তব্যে দেশবাসীর সমর্থন রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বলেছেন, ‘মানুষের প্রাণ রক্ষা করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য। এজন্য তারা গুলি করতে পারে।’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি বিষয়ে আলোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেন গুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যতই কূটনীতিকদের নিয়ে বসেন, লাভ নাই। বিশ্বের কোনো দেশই সন্ত্রাস ও নাশকতাকারীদের সঙ্গে নেই। আপনার সঙ্গেও নেই।’
তিনি বলেন, ‘পুরো দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন, উৎকন্ঠিত। দেশে বেশী দিন এই নাশকতা চলতে দেওয়া যায় না। এ সপ্তাহের মধ্যে এই আন্দোলন থেমে যাবে। এদের সঙ্গে আর কোনো সংলাপও হবে না।’
সুরঞ্জিত বলেন, ‘নাশকতা ও সহিংসতাকারীদের সঙ্গে কোনোদিন সংলাপ করবে না আওয়ামী লীগ। কোনো এ্যাডভাইজার (উপদেষ্টা) যেন আলোচনার কথা বলেছে, হানিফ বলছে, আপনি কেডা। ঠিকই কইছে। আসলে এরা যে কখন কোনো দিকে থাকে বলা যায় না।’
উল্লেখ্য প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম ১৩ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সেমিনারে বলেছিলেন, সন্ত্রাস ছাড়ার লিখিত দিলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। এর একদিন পর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, এইচটি ইমাম আওয়ামী লীগের কেউ নন।
সুরঞ্জিত সেন গুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আমেরিকা থেকে সবচেয়ে নিরপেক্ষ বিচারক নিয়ে আসলেও এতিমদের টাকা মেরে খাওয়ার মামলা থেকে আপনি রেহাই পাবেন না। নির্বাচনে অযোগ্য হলে তো আর বিএনপির মালিকানাই থাকবে না।’
বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গোলমাল হুদা ২৫ দলীয় জোট বানাইছে। সেও আপনার উপরে। এরকম তামাশা আরও হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের একাংশের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম