স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অমূল্য বর্মণ নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তেজগাঁও থানার এসআই রমজান আলী জানান, যাত্রাবাড়ী থেকে ৮ নং পরিবহণের একটি বাস গাবতলী যাচ্ছিল। অমূল্য বর্মণ পল্টন থেকে সে বাসে ওঠেন। বাসটি তেজগাঁও মহিলা কলেজের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা এতে আগুন দেয়। এতে অমূল্য বর্মণ অগ্নিদগ্ধ হন।
অমূল্য বর্মণ পেশায় রিকশাচালক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।