স্পোর্টস ডেস্ক ॥ ঝড়ো গতির ব্যাটিংয়ের জন্য বেশ সুনাম কুড়িয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার দুয়োও কুড়ালেন। শিকার হলেন ভৎসনার। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে তাকে ভর্ৎসনা করা হয়েছে।
রোববার কেপ কোবরাসের মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব। ওই ম্যাচে পাঞ্জাব ৭ উইকেটের বড় জয় পায়। ১৩৯ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নামা পাঞ্জাবের হয়ে চতুর্থ উইকেটে মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ২৩ রানের মাথায় তিনি বোল্ড আউট হয়ে যান। কম রানে আউট হওয়ায় মেজাজ হারান তিনি।
দাঁতে-দাঁত কামড়ে মাঠের বাইরে চলে আসেন। ড্রেসিং রুমে প্রবেশের আগে হাতের ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন একটি ময়লা রাখার বাক্সে।
তার এমন আচরণ চ্যাম্পিয়নস লিগের আইনের লেভেন ১ (ধারা ১.২) এর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেখানে ক্রিকেটের উপকরণ, পোশাক, মাঠের উপকরণ ও অন্যান্য জিনিসের ক্ষতি করার বিষয়টি উল্লেখ রয়েছে।
গ্লেন ম্যাক্সওয়েল ২০১৪ আইপিএলের নায়ক ছিলেন। ব্যাট হাতে তিনি আইপিএলে ৫৫২ রান করেছিলেন। তবে চ্যাম্পিয়নস লিগে এখনো তিনি নিজেকে ওভাবে মেলে ধরতে পারেননি।
অবশ্য ম্যাচ শেষে এহেন আচরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়েছেন তিনি।