বিনোদন ডেস্ক ॥ মদ্যপ অবস্থায় বেপেরোয়া গাড়ি চালিয়ে অজ্ঞাত এক ব্যক্তি আরেকটু হলেই মেরে ফেলছিলো গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজকে! ক্যালিফোর্নিয়ায় মালিবুর প্যাসিফিক কোস্ট মহাসড়কে ২৭ সেপ্টেম্বর রাতে এ দুর্ঘটনা ঘটে।
টিএমজেড ডটকম জানিয়েছে, গায়িকা ডেমি লোভেটোর কনসার্ট দেখতে যমজ সন্তান ম্যাক্স ও এমিকে নিয়ে বেরিয়েছিলেন লোপেজ। এ সময় গাড়ি চালাচ্ছিলেন তার বন্ধু ৪৪ বছর বয়সী মার্কিন অভিনেত্রী লিয়া রেমিনি। যাত্রীর আসনে ছিলো লোপেজের । হঠাত তাদের গাড়িকে পেছন দিক থেকে একটি ছোট পিকআপ ধাক্কা দেয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জরুরি ভিত্তিতে ৯১১ নম্বরে ফোন করে পরিস্থিতি জানান লোপেজ। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আঘাত করা পিকআপের চালককে আটক করে।
৪৫ বছর বয়সী লোপেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ঘটনা জানাতে গিয়ে রেগে বলেছেন, ‘মদ্যপান করে মুর্খ কিছু লোক আমাদের পথচলাটা থমকে দিয়েছিলো। ঈশ্বরকে ধন্যবাদ সবাই ভালো আছে। মদ খেয়ে গাড়ি চালাবেন না।’