টানা ১১দিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
টানা ১১দিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম। হিন্দুধর্মালম্ভীর শারদীয় দূর্গাউৎসব, লক্ষীপূজা ও মুসলমানদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম।
আখাউড়া-আগরতলা ব্যবসায়ীদের নেয়া এ সিদ্ধান্তে দু’দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। তবে এ সময়ে দু’দেশের যাত্রী এপার-ওপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানাগেছে,শারদীয় দূর্গাউৎসব, লক্ষীপূজা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ ৩০’সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আগামী ১০’অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ১১দিন আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে। ১০অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ। পরদিন ১১অক্টোবর শনিবার থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে সব ধরণের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, বাংলাদেশ-ভারত (আখাউড়া-আগরতলা) দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থলবন্দরে ৩০’সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯’অক্টোবর ১০দিন আমদানি-রফতানি বাণিজ্য না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় স্থলবন্দরের বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা (এএসআই) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫