মনিরুজ্জামান মিয়া ॥ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
গতকাল শনিবার সকাল ১০টায় কাপাসিয়া-রানীগঞ্জ সড়কে রাওনাট গ্রামে বরকত মিয়ার বড় ছেলে রাশেল সরকার (বকুল) একটি তরকিত পুকুর পাড়ে কাজ করা অবস্থায় প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে হঠাৎ দা ও বল্লম নিয়ে বকুলের উপর হামলা করে তাকে মাথা ও মুখমন্ডলে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখন করে। খবর পেয়ে পিতা বরকত মিয়া বাড়ি থেকে দৌড়ে ঘটনা স্থলে আসার পথে পথিমধ্যে আটকিয়ে তাঁকেও মারধোর করে আহত করে।
আহতদের গাজীপুর সদর হাসপাতালে ওইদিনই ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বকুলের অবস্থা আশঙ্কাজনক।
বকুলের ভাই ইউনুছ জানান, তরকিত জমিটি দীর্ঘদিন যাবৎ আমরা ভোগদখল করে আসছি। প্রতিপক্ষের ফজর আলী, জামাল উদ্দিন কাজী, মোঃ কাইয়ুম, বাচ্চু মিয়াগং এ জমিটি দাবী করে আসছে। কিন্তু কোর্টের রায় ও গ্রাম্য সালিশেও আমাদের পক্ষে রায় দেন।