বিনোদন ডেস্ক ॥ মডেল-অভিনেত্রী কেলি ব্রুক গত সপ্তাহে প্রেমিক ডেভিড ম্যাকিনটশের সঙ্গে গ্রিসের মাইকোনোস দ্বীপে সময় কাটিয়েছেন। মাত্র একমাসের সম্পর্কের পর চলতি বছরের মার্চে কেলির অনামিকায় আংটি পরিয়ে দেন ডেভিড। ধারণা করা হচ্ছে, ছুটি কাটাতে গিয়ে সেখানেই তারা বিয়ের কাজটাও সেরে ফেলেছেন।
৩৪ বছর বয়সী এই অভিনেত্রী ও তার প্রেমিক গ্রিসে ঘোরাঘুরির ফাঁকে আলাদাভাবে কিছু সময় বের করেন। এরপর গ্রিসের সম্ভাব্য চারটি বিয়ের স্থান পরিদর্শন করতে দেখা গেছে তাদেরকে।
একটি সূত্র জানিয়েছে, মাইকোনোস বিশ্বের অন্যতম একটি রোমান্টিক দ্বীপ। বিয়ের জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে!