বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেকগুলো অ্যাপস আছে। এবার এর চেয়েও কার্যকর একটি অ্যাপস এনেছে বলে দাবি করেছে বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এই অ্যাপসকে তারা যুগান্তকারী বলে দাবি করছে।
আইফোনের জন্য তৈরি এই অ্যাপকে বলা হচ্ছে ‘কিল সুইচ’। এই সুইচের মাধ্যমে ফোন চুরি গেলে ব্যবহারকারীরা স্থায়ীভাবে ফোনের ড্যাটা লক এবং ডিলিট করতে পারবেন।
কিল সুইচ অ্যাপেলের নতুন ফোন আইফোন-৬ ও আইফোন-৬ প্লাসে পাওয়া যাবে। আইফোনের পুরনো মডেলগুলোতে ইচ্ছেমতো এই সুইচ ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা।
এই কিল সুইচকে ‘গেম চেঞ্জার’ বলে দাবি করেছেন অ্যাপলের আইনজীবী জর্জ গ্যাসকন।