স্পোর্টস ডেস্ক ॥ মাদকের জন্য কম হারাতে হয়নি তকে। যার বিষাক্ত ছোবল শেষ করে দিয়েছে ক্যারিয়ার। টেনে নিয়ে গেছে মৃত্যুর দিকে। অতি সম্মানীত একজন হওয়া সত্তেও সহ্য করতে হয়েছে শত অবমাননা-তিরস্কার। তবু আজও সেই মাদকের সঙ্গেই বসবাস করেন ম্যারাডোনা। এসব কথা কারো অজানা নয়। কিন্তু নিজের জীবনের উপলব্ধিতে মাদক দূরেই ঠেললেন কিংবদন্তী এই আর্জেন্টাইন ফুটবলার।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘মাদক না নিলে আমি একজন বিস্ময়কর ফুটবলার হতে পারতাম।’ বলেছেন, ‘ইউরোপের খেলোয়াড়রা কঠিন ছিল, কিন্তু আমার কৌশল দিয়ে আমি তাদের ফাঁকি দিতে পারব বলে জানতাম। আমি নিজেকে বলতে থাকতাম যে বল একটাই এবং তারা আমাকে থামাতে পারবে না।’
মাদকের কড়াল গ্রাস তাকে বৃদ্ধদের কাঁতারে নিয়ে গেছে বলেও মনে করেন বিশ্বকাপ জয়ী ৫৩ বছর বয়সী এই ফুটবলার। বলেছেন, ‘মনে হয় আমার বয়স ৭৮। এটাই বাস্তবতা। কারণ আমার কোনো কিছুই স্বাভাবিক না।’