বাংলাভূমি২৪ ডেস্ক ॥
হজযাত্রী আরো ৪ বাংলাদেশি হাজীর মৃত্যু আরো ৪ বাংলাদেশি হাজীর মৃত্যু ঁহহধসবফ৩৩রিয়াদ: মক্কায় পবিত্র হজ পালনে এসে আরো চার বাংলাদেশি হাজী মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- পাবনার মো. আকবর হোসাইন (৬২) পাসপোর্ট নং বি এ ০০৪৯৬৬১। রাজশাহীর শাহাজান আলী (৭৫), পাসপোর্ট নং অঈ১১৫৯৫০৯।
অপর দু’জন নোয়াখালী জেলার মো. নুরুল হোসাইন (৬১) পাসপোর্ট নং অএ৭৬০৪৭৭৫ ও তোফাজ্জল হোসাইন (৫৯) পাসপোর্ট নং ইঅ০৮৫০৯৫০।
এ নিয়ে এবারে হজে আসা বাংলাদেশিদের মধ্যে ১৫ জন হাজী মারা গেছেন বলে বাংলামেইলকে জানিয়েছেন মক্কার হজ মিশন থেকে মাহফুজ হুসাইন।
এর আগে মৃত্যুবরণকারী ১১ বাংলাদেশি হলেন- সাহাব উদ্দিন (৬৯), আব্দুস সালাম (৭৭), মাসুদা খাতুন (৮২) মোহাম্মদ শাহাজান সিকদার (৭১), ফিরোজা খাতুন (৬৫), আমিন উল্লাহ (৭৯) মোহাম্মদ সাদিক (৭৪), মোহাম্মদ ইব্রাহিম (৯২), মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), মতিউর রহমান (৬৪) ও আবুল কাশেম (৬২)।