আধুনিক বাংলাদেশ গড়ার স্লোগান ॥ মাঠে নামছেন শতাধিক সাবেক এমপি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ইতিবাচক রাজনীতির ধারা নিয়ে মাঠে নামছেন শতাধিক সাবেক এমপি ও অর্ধশতাধিক উপজেলা চেয়ারম্যান। এরা সবাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের অনুসারী।

গণতন্ত্র, সুশাসন ও আধুনিক বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে আসছে ডিসেম্বরে তারা মাঠে নামছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন তাদের মুখপাত্র বিএনপি’র সাবেক যুগ্মমহাসচিব ও সাবেক সংসদ সদস্য আশ্রাফ হোসেন।

এ ব্যাপারে জানতে চাইলে আধুনিক বাংলাদেশ গড়ার মুখপাত্র আশ্রাফ হোসেন বলেন, সারাদেশে আমাদের কাজ প্রায় শেষ। দেড় শতাধিক নেতার একটি তালিকাও আমাদের হাতে রয়েছে।

দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার নিয়ে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে জানান তিনি।

আশ্রাফ হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আর্দশই হবে আমাদের মূলমন্ত্র।

তবে রাজধানী ঢাকায় তাদের অবস্থান এখনও পরিষ্কার না হওয়ায় সময়মত মাঠে নামতে পারছেন না বলে জানান বিএনপির এই সাবেক যুগ্ম মহাসচিব।

তালিকায় কারা আছেন জানাতে চাইলে এ মুহূর্তে নাম প্রকাশে অপরাগতা প্রকাশ করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিচ্যুৎ, জাময়াতপন্থি ও দুনীর্তিবাজ নেতারা এ তালিকায় নেই।

আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্নের নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুসারী বাংলানিউজকে বলেন, খসড়া তালিকায় সারা দেশের প্রায় ২শ’ জন রাজনীতিকের নাম রয়েছে। এদের মধ্যে সাবেক এমপি, মন্ত্রী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রয়েছেন।

ঢাকা, চট্রগ্রাম ও খুলনাসহ বেশ কয়েকটি জেলায় এসব নেতা বৈঠকও করেছেন বলেও জানন ওই নেতা।

বিএনপির সাবেক এমপি আশ্রাফ হোসেনেই এখন মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন জানিয়ে তিনি বলেন, নতুন এ উদ্যোগে সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী, সাবেক এমপি নজির হোসেন, গিয়াস কাদের চৌধুরী, কাজী সাম্মী শের, এম এ জিন্নাহ, মনি স্বপন দেওয়ান, অধ্যক্ষ আব্দুর রশিদ, আবু হেনা, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক ছাত্র নেতা সানাউল হক নীরু, অবসর প্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, জহির উদিদন স্বপন, শহিদুল হক জামাল, শাহ মো. আবুল হোসেন, নুরুল ইসলাম মনি, মোস্তাফিজুর রহমান, ডা. রস্তুম আলী ফরাজী, আবদুর রহমান বিশ্বাসের ছেলে ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন বিশ্বাস, দেলোয়ার হোসেন খান দুলু, আনোয়ার হোসেন খান, আব্দুল আলী মৃদ্ধা, সাবেক ছাত্র নেতা শহীদুল্লাহ শহীদ, আলী আক্কাস নাদিম, সাবেক ছাত্র নেতা মনির হোসেন, আলমগীর কবির, হাবিবুর রহমান হাবিব, নাটোরের অবসর প্রাপ্ত মেজর পারভেজ কবির,অবসর প্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার, অধ্যাপক শহরিয়া আক্তার বুলু, অ্যাডভোকেট তাসমীন রানা, চাদপুরের সাবেক এমপি আবদুল মতিন মাস্টার, এস এম সুলতান টিটু, সাবেক ছাত্র নেতা আসমা শহীদ, মফিকুল হাসান তৃপ্তি, মাসুদ অরুণ, রেজা আহমেদ বাচ্চু, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম শহীদ প্রমুখ।

আরো আছে বিএনপি সমর্থিত অর্ধশতাধিক উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫