বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজধানীর গোপীবাগে পীর লুতফর রহমানসহ সিক্স মার্ডার ও মাওলানা ফারুকী হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। উগ্র জঙ্গিগোষ্ঠীই মাওলানা ফারুকীকে হত্যা করেছে বলে গোয়েন্দা তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, আমরা প্রথমে মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের কারণ হিসেবে তার পারিবারিক, আর্থিক লেনদেন ও ব্যবসায়ীক বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করেছি। কিন্তু এসব ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনারা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর ডিবি পুলিশ মামলার তদন্তের দায়িত্ব পায়। এরপর সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা বিভাগ।
ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম আরো বলেন, ফারুকী ছিলেন সুন্নি মতাদর্শের একজন আলেম। তিনি শরীয়ত ও সুফিবাদে বিশ্বাসী ছিলেন। মতাদর্শগত কারণে জঙ্গি গোষ্ঠী কর্তৃক অনেকবারই তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
গোপীবাগের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গোপীবাগের পীর লুতফর রহমানসহ সিক্স মার্ডারের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা ছিল বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তবে সেই মামলার আর কোনো অগ্রগতি হয়নি বলে জানান তিনি।
মনিরুল ইসলাম আরো বলেন, আমরা মাওলানা ফারুকী হত্যাকাণ্ড সম্পর্কে অনেক দূর এগিয়েছি। আমরা গোয়েন্দা তদন্তে নিশ্চিত হয়েছি দু’টি জঙ্গিগোষ্ঠী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে ওই দু’টি জঙ্গিগোষ্ঠীর নাম বলা যাচ্ছে না। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে।