বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজধানীর উত্তরায় সাংবাদিক দম্পতির ছেলে ও মেয়ে আত্মহত্যা করেছে।
সোমবার রাতে উত্তরার ১৩ নং সেক্টরের গরীবে নেওয়াজ সড়কের ১১ নম্বর ভবনের ৫ম তলার দুটি পৃথক কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় তারা আত্মহত্যা করেছে।
উত্তরা পশ্চিম থানার এসআই হারুনুর রশীদ জানান, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাব এডিটর জয়শ্রী জামান ও সাংবাদিক টিপুর মেয়ে মুনমুন (১৮) এবং ছেলে আলীম (১৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। মুনমুন ও লেভেল পাস করেছে এবং আলীম নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, জয়শ্রী ও টিপুর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এর পর টিপু আরেকটি বিয়ে করে বিদেশ চলে যান। ছেলে ও মেয়েকে নিয়ে জয়শ্রী উত্তরায় থাকতেন। টিপু আগে ইত্তেফাকে কাজ করতেন।
মুনমুন ও আলীম মাদকাসক্ত ছিল বলে পুলিশের ধারণা। পারিবারিক হতাশা ও মাদকাসক্তির কারণেই তারা আত্মহত্যা করতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।