‘আয়কর দিবস ২০১৪’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’-স্লোগান এবং ‘কর সেবায় কর বিভাগের আশ্বাস, নিশ্চিত হোক করদাতাদের আস্থা ও বিশ্বাস’ প্রতিপাদ নিয়ে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস-২০১৪।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল পৌণে ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড মাঠে আয়কর দিবস উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

উদ্বোধন শেষে সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে আয়কর বিষয়ে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন। এছাড়া র‌্যালিতে পুলিশের চারটি ঘোড়া, ঘোড়ার গাড়ি, স্কাউট, আনসার-ভিডিপির বাদক দল অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, চলচ্চিত্র জগত, নাট্য জগতের সেলিব্রেটিরা উপস্থিত হয়ে আয়কর দিবসের বিশেষ আর্কষণ দেন। তবে শিল্পী মমতাজের গানে আয়কর দিবসের অনুষ্ঠানে শ্রোতারা উজ্জীবিত হয়। ‘পোলাতো নয় যেন আগুনের গোলা’ আমার ঘুম ভাঙাইয়া গেলরে মরার কোকিলে’ এই গানগুলি গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

জাতীয় আয়কর দিবসে আয়কর প্রদানে উৎসাহিত করতে সকালে জাতীয় রাজস্ব বোর্ড মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেলিব্রেটিরা।

তাদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ক্রিকেটার জাবেদ ওমর বেলিম, অভিনেতা ও পরিচালক এম এ জলিল অনন্ত, অভিনেতা ফেরদৌস, শিল্পী মমতাজ, কুমার বিশ্বজিৎ, রফিকুল ইসলাম, আবিদা সুলতানা, এসডি রুবেল, শুভ্রদেব, নৃত্যশিল্পী শামীম আরা নীপা, কথা সাহিত্যিক আনিসুল হক উপস্থিত ছিলেন।

এসব সেলিব্রেটিরা মঞ্চে আসার সঙ্গে সঙ্গে শত শত ভক্ত সেলিব্রেটিদের সঙ্গে ছবি তোলার জন্য ভীড় জমায়। এতে বেশ বিশৃংখলার সৃষ্টি হয়।

পরে সেলিব্রেটিরা র‌্যালিতে অংশ নিতে গাড়িতে ওঠার জন্য গেলেও সেখানে সবাই র‌্যালি ছেড়ে সেলিব্রিটিদের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে সেলিব্রেটিরা র‌্যালিতে মানুষকে আয়কর প্রদানে বিভিন্নভাবে উৎসাহিত করেন।

সকাল ৮টায় জাতীয় রাজস্ব বোর্ড মাঠে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় আয়কর দিবস উদ্বোধনের কথা থাকলে অর্থমন্ত্রী আসেন সকাল ৯টায়।

পরে সকাল পৌণে নয়টায় এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেন। পরে সকাল নয়টায় জাতীয় রাজস্ব বোর্ড’র সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

পরে অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান গোলাম হোসেন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য, এফবিসিসিআই সভাপতিসহ অন্যান্যা আমন্ত্রিত অতিথিরা র‌্যালি নিয়ে চলে গেলেও র‌্যালির বাকি অংশ থেকে যায়।

র‌্যালিতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পুলিশের চারটি ঘোড়া সবার দৃষ্টি কাড়ে। র‌্যালি শেষে জাতীয় রাজস্ব বোর্ড মাঠে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের মাঠে আয়োজিত এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ এর বাউল শিল্পী নয়ন। নয়ন তার গানে অনুষ্ঠানে আসা বিভিন্ন স্তরের মানুষকে মাতিয়ে রাখেন। পরে শিল্পী ও সংসদ সদস্য মমতাজ গান পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ড ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন যৌথভাবে এর আয়োজন করে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫