বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার ভূ-মধ্যসাগর উপকূলে ২৫০ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মাত্র ২৬ জনকে উদ্ধার করা হয়েছে, ইউরোপগামী বাকি অভিবাসীরা এখনও নিখোঁজ রয়েছে। তবে, এদের বেশিরভাগেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
লিবিয়ান নৌবাহিনীর একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, নিখোঁজদের অধিকাংশেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
নৌবাহিনী মুখপাত্র আইয়ুব কাসেম বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে রাজধানী ত্রিপোলির উত্তরে তাজৌরা এলাকার কাছে নৌকাটি ডুবে যায়।
কাসেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দূরবীন যন্ত্র দিয়ে সাগরে অনেক লাশ ভাসতে দেখা গেছে। তবে উদ্ধারকারীদল তৎপরতা চালিয়ে যাচ্ছে।
প্রায়ই লিবিয়া-ইতালি নৌরুটে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে সাহারা মরুভূমি অঞ্চলের দেশগুলোর হতদরিদ্র মানুষেরা। কিন্তু সাগরের উত্তাল ঢেউ প্রায়ই তাদের ‘স্বপ্নের’ সলিল সমাধি রচনা করে।