স্পোর্টস ডেস্ক ॥ অবশেষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ভন গলের দলের প্রথম জয় এটি। রোববার ওল্ড ট্রাফোর্ডের মাঠে আর্জেন্টাইন স্টার এঞ্জেল ডি মারিয়া ঝলকে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৪-০ ব্যবধানের হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানইউ।
প্রথমার্ধের অর্ধেক সময় পার হতেই ডি মারিয়া ঝলক দেখল ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা। এসময় তার বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিক প্রতিপক্ষের সবাইকে ফাঁকি দিয়ে জালে জড়ায় (১-০)।
বিরতিতে যাবার আগে আরও দুইবার কুইন্স পার্ক রেঞ্জার্সেল জাল কাঁপায় রেড ডেভিলরা। বিরতিতে যাবার শেষ দশ মিনিটে আসে সেই গোলদ্বয়। ম্যাচের দ্বিতীয় গোলটি ইউনাইটেডের পক্ষে করেন এন্ডার হেরেরো। এবারও ত্রাতার ভূমিকায় ছিলেন এঞ্জেল ডি মারিয়া (২-০)। আর বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান ওয়েইন রুনি।
ম্যাচের ৫৮ মিনিটে ডি মারিয়ার পাসে বল পেয়ে ম্যানইউর স্পেনিশ ফরোয়ার্ড মাতা গোল করলে ৪-০ ব্যবধানের এগিয়ে যায় ভন গলের শিষ্যরা। আর গোল উৎসবের এই দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সকে রক্ষণ আগলাতে সময় ব্যয় করতে হয়েছে বেশি। ফলে শেষ বাঁশি বাজার সাথে সাথে লিগের প্রথম জয়ের উল্লাসে মেতে উঠে রুনি-মারিয়ারা।