বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: খুলনার কয়রা উপজেলায় বিনা টিকিটে সার্কাস খেলা দেখাকে কেন্দ্র করে রবিবার মধ্যরাতে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ছররা গুলিতে ৪ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ। অপরদিকে পুলিশের দাবি, ছাত্রলীগের হামলায় ২ উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। রাত ১২টার দিকে উপজেলার উত্তর বেদকাশী এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খুলনা জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. তসলিম হুসাইন গতকাল মধ্যরাতে জানান, পুলিশের গুলিতে ছাত্রলীগকর্মী মেহেদী, ইমাদুল, রুবেল ও তৌহিদ আহত হয়েছেন। এর মধ্যে মেহেদীর মাথায় ও ইমাদুলের হাতে গুলি লেগেছে। তিনি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত রাত ১২টা ৪৯ মিনিটে জানান, বেশ কিছুদিন থেকে উত্তর বেদকাশীতে সার্কাস খেলা হচ্ছিল। প্রতিদিন ছাত্রলীগের ৩০ জনকে বিনা টিকিটে সার্কাস দেখার সুযোগ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু আজ ছাত্রলীগের ৫০ জন বিনা টিকিটে ঢুকতে যায়। এ সময় কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগের কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।
‘পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছাত্রলীগ বিপুল সংখ্যক লোকজন নিয়ে এসে পুলিশ ও সাধারণ দর্শনার্থীদের উপর হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়।’ ওসি জানান, ছাত্রলীগের এ হামলায় পুলিশের দুই এসআই আহত হয়েছেন। তবে কতজন গুলিবিদ্ধ ও কত রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে তা জানাতে পারেননি ওসি।
এদিকে রাত সোয়া ১টা পর্যন্ত এ ঘটনায় সার্কাস খেলা বন্ধ ও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।