স্টাফ রিপোর্টার ॥ ভর্তিযুদ্ধ! হ্যাঁ, রীতিমতো যুদ্ধই তো। হৃদয়ে র্দীঘদিনের লালিত স্বপ্নকে সফল করতে লাখো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভর্তিযুদ্ধে নামতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে। এ যুদ্ধে জয়ী হলে মিলবে স্বপ্নের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আর পরাজিত হলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ (শুক্রবার) শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ অর্থাৎ ভর্তিপরীক্ষা।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৯৯৮ আসনের বিপরীতে ৩ লাখ ১ হাজার ১৩৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৬ জন ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৭৬০টি আসনের বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৯৫৯ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৮২ জন। তাই এটিকে ভর্তিপরীক্ষা না বলে ভর্তিযুদ্ধ বলায় যুক্তিযুক্ত।
হাজারো মেধাবীকে পিছনে ফেলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে। ছিনিয়ে আনতে হবে স্বপ্নের ঠিকানা। এ ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকেই মেধাবী। তারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে অতীতে মেধার সাক্ষর রেখে এসেছে।