কিংবদন্তী নায়িকা শাবানা এখন ঢাকায়

বিনোদন ডেস্ক ॥
নিউজার্সি নয়, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা শাবানা এখন ঢাকায়। ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া শাবানা গত ২২ মে ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করা শাবানা ঠিক কী উদ্দেশ্যে ঢাকায় এসেছেন তা জানা যায়নি। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা এ অভিনেত্রী বর্তমানে তার গুলশানের বাড়িতে অবস্থান করছেন।
১৯৬৭ সালে ‘চকোরী’ চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে শাবানার।। প্রখ্যাত পরিচালক এহতেশামের পরিচালনায় ‘চকোরী’ চলচ্চিত্রটি ব্যাপক ব্যবসা সফল হয়। যদিও তখন উর্দু চলচ্চিত্রের সঙ্গে বাংলা চলচ্চিত্রের প্রতিযোগিতা হতো এবং শাবানা প্রথমদিকে উর্দু চলচ্চিত্রেই বেশি অভিনয় করতেন। ‘অবুঝ মন’ এবং ‘মধুমিলন’ এই দুটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাজ্জাকের সঙ্গে জুটি গড়ে তোলেন।
পরবর্তী সময়ে শাবানা তার বাবাকে নিয়ে নতুন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখান থেকে নির্মাণ করা হয় ‘মুক্তি’ চলচ্চিত্রটি, যা ১৯৬৯ সালে মুক্তি পায়। প্রাথমিক অবস্থায় নায়ক নাদিমের সঙ্গে শাবানাকে জড়িয়ে গুজব ছড়িয়ে পড়লেও পরে তিনি সেই গুজব কাটিয়ে উঠতে সক্ষম হন।
চিত্রনায়িকা শাবানার প্রকৃত নাম আফরোজা সুলতানা। ‘শাবানা’ নামটি পরিচালক এহতেশামের দেয়া। তার পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর ১৯৭৩ সালে ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। ওয়াহিদ সাদিক ছিলেন সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে তিনি শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশনের দেখাশোনা করতেন।
১৯৯৭ সালে শাবানা হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান।
গুণী অভিনেত্রী শাবানা মোট ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭৭ সালে তিনি প্রথম এই পুরস্কার পান ‘জননী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এরপর ১৯৮০, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৭,১৯৯০, ১৯৯১, ১৯৯৩ এবং ১৯৯৪ সালেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘ঝড়-তুফান’, ‘বানজারান’, ‘রাজনন্দিনী’, ‘জননী’, ‘সখি তুমি কার’, ‘ভাত দে’, ‘মরণের পরে’, ‘দুই পয়সার আলতা’, ‘অপেক্ষা’, ‘নাজমা’, ‘গরীবের বউ’, ‘রাঙাভাবী’, ‘স্বামী কেন আসামী’, ‘মাটির ঘর’, ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’।
বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে স্থায়ী আসন করে নেয়া অভিনেত্রী শাবানা দীর্ঘ ৩৪ বছর অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের মা।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫