বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কক্সবাজারে গিয়ে এক চিত্রশিল্পীর প্রেমে পড়েছেন অভিনেত্রী লুৎফুন নাহার আশা। ছেলেটি তাকে একটি ছবিও এঁকে দিয়েছে। কিন্তু তারপর ছেলেটি হুট করেই হারিয়ে যায়। আসলে এটি বাস্তবে কোনো ঘটনা নয়, ‘আগন্তুক’ টেলিফিল্মের কাহিনী।
ঈদের জন্য নির্মিত এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ সাহা। নাটকটি প্রসঙ্গে আশা বলেন, আমি তার পরিবারের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাই। সেখানে গিয়ে এক পাগলাটে ধরনের চিত্রশিল্পীর সঙ্গে পরিচয় হয়। ছেলেটি আমাকে দেখে মুগ্ধ হয়। ছবি আঁকার অনুপ্রেরণা পায়। আমার একটি ছবিও এঁকে দিয়ে ঢাকা চলে যায়। দুই বছর আর কোন খোঁজ পাওয়া যায় না। এরপরের ঘটনা টেলিফিল্মটি না দেখলে কেউ বুঝতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘এতে আমার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ। শনিবার ও রবিবার কক্সবাজারে শুটিং হয়েছে। ১ ও ২ জুন ঢাকায় শুটিং হবে।’
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক