বাংলাভূমি২৪ ডেস্ক ॥
এখন থেকে সুনির্দিষ্ট মৌলিক কাজের বাইরে কোনো বাড়তি কর্মকান্ডে অংশ নেবে না র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সম্প্রতি সময়ে র্যাব নিয়ে বির্তক ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান।
তিনি জানান, এখন থেকে রাস্তায় নিয়মিত টহল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার বক্স পাহারা দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে র্যাব কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ায় সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এটিএম হাবিবুর রহমান বলেন, কয়েকদিন আগে ডিজি মহোদয় র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে জানিয়ে দিয়েছেন- সুনির্দিষ্ট সাতটি মৌলিক কাজের বাইরে র্যাবকে বাড়তি কোনো কাজে অংশ নিতে হবে না। তবে প্রশিক্ষণের বিষয়টিকে গুরুত্ব দেয়া হবে।
মহাপরিচালকের নির্দেশের পর এখন থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, টেন্ডার বক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা ও পারিবারিক বিরোধ নিয়ে তারা কোনো ধরনের কর্মকান্ড চালাবে না।
তিনি বলেন, এতোদিন মৌলিক সাতটি কাজের বাইরে র্যাব সদস্যরা বাড়তি কিছু দায়িত্ব পালন করত। এ বাড়তি দায়িত্বগুলোই গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল, আর মৌলিক কাজে গতি কমে আসছিল। এসব বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এটিএম হাবিবুর রহমান জানান, র্যাবের উপর অর্পিত সাতটি মৌলিক দায়িত্ব হলো- অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকারি নির্দেশে যে কোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশে যে কোনো ধরনের দায়িত্ব পালন করা।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম