বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ধামরাইয়ে একটি সিরামিক কারখানার শ্রমিকবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে আশুলিয়ার নয়ারহাট ও ধামরাইয়ের ঢুলিভিটা থেকে শ্রমিক নিয়ে কালামপুরে অবস্থিত প্রতীক সিরামিকসে যাওয়ার সময় এ দুর্ঘটনায় পড়ে ওই শ্রমিকবাহী বাসটি।
স্থানীয়রা রাইজিংবিডিকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে প্রথমে সড়কের পাশের একটি গাছের সঙ্গে জোরে বাসটি ধাক্কা খায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। পরে বাসটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে জাহানারা (২২) নামের এক শ্রমিক মারা যান। নিহত জাহানারা উপজেলার কুল্লা এলাকার বাসিন্দা। হাসপাতালে মারা যান কারখানার নিরাপত্তাকর্মী অর্চনা (২৫), অপরজন রওশনারা (২২)। ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, হতাহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।