বিনোদন ডেস্ক ॥ বহুদিন থেকেই সিনেপর্দায় গায়েব মল্লিকা শেরাওয়াত৷ এক সময়ের বলিউডের সেক্স ব্যোম বির্তকে থাকলেও, ঝুলিতে তাঁর ছবি কম৷ কান থেকে নিউ ইর্য়ক ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে বেড়ালেও, মল্লিকা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছেন বলি মুভি স্টারের লিস্ট থেকে৷
তবে মল্লিকা থেমে থাকার মেয়ে নন, নিজের যৌবনের ফুলকে ফের খেলাতে নিত্যদিন নতুন নতুন কায়দা নিচ্ছেন তিনি৷ এই যেমন তাঁর নতুন ছবি ‘ডার্টি পলিটিক্স’কে হিট করানোর নতুন পন্থা নিয়ে ঝটপট চলে এসেছেন মল্লিকা৷
মল্লিকার দাবী এই রাজনৈতিক ছবিতে একটা জম্পেশ আইটেম নাচ না দিলে ছবি হিট করানো বেশ কঠিন৷ তবে মল্লিকা মনে করেন অন্য কোনও আইটেম মেয়ে নয়, মল্লিকাই নেবেন সে দায়িত্ব৷
আর যেমন ভাবা তেমনি কাজ৷ পরিচালক, প্রযোজককে রাজি করে শ্যুট করে ফেললেন একটা গোটা আইটেম গান৷ এই ছবিতে বির্তকিত রাজনৈতিক চরিত্র ভৈরবি দেবী চরিত্রে দেখা যাবে মল্লিকাকে৷