স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের দখলে থাকা সিদ্ধিরগঞ্জের শিমরাইলের একটি ট্রাকস্ট্যান্ডের পাঁচটি টংঘর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নূর হোসেনের ট্রাকস্ট্যান্ডে মিলল মাদক-রামদা
নূর হোসেনের কার্যালয়ের পেছনে অবস্থিত এই ট্রাকস্ট্যান্ড। শুক্রবার বিকেল ৪টার দিকে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া।
তিনি জানান, অভিযানে নূর হোসেনের ৫টি টংঘর হতে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল, ৩৭ বোতল বিয়ার ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫টি রামদা উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যাব পরিচয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার।
একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
পরে গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন একই স্থান থেকে উদ্ধার করা হয় হাত-পা বাঁধা আরেকটি লাশ।
এর আগে গত শনিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ায় নূর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় ‘রক্তমাখা’ একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।