বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমীরাতের সারজাহ নগরীতে ছুরিকাহত হয়ে তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার এক জোড়া জুতার ওপর মালিকানা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যকার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।আহত হয়েছেন আরো তিন জন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে গালফ নিউজে বলা হয়, একদল শ্রমিকের মধ্যে একজোড়া জুতা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। মারামারির খবর পেয়ে শনিবার রাত ২টার সময় পুলিশ ঘটনাস্থলে যায় এবং ৩ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেন। তাদেরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত ৩ বাংলাদেশীর বয়স আনুমানিক ২৪। ঘটনায় গুরুতর আহত তিন কর্মী আল কুয়েতি হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন আছে।
গোয়েন্দা পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।