বাংলাভূমি২৪ ডেস্ক ॥ হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন। পদত্যাগের পর কাজী জাফর আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তার নেতৃত্বাধীন পার্টিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন এ নেতা। পাশাপাশি জাপা চেয়ারম্যানের কাছে পাঠানো পদত্যাগপত্রেও তা উল্লেখ করেছেন। গতকাল বেলা ১১টার দিকে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কাছে তিনি এ পদত্যাগপত্র পাঠিয়েছেন। এতে চেয়ারম্যানের বিরুদ্ধে ঘন ঘন রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ করে পদত্যাগপত্রে তিনি বলেন, দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পদত্যাগপত্র এরশাদের কাছে পাঠানোর পর বেলা ৩টায় তিনি কাজী জাফর আহমদের সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাৎ করেন।
পদত্যাগপত্রে লিংকন বলেন, দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনার ঘন ঘন বিপরীতমুখী অবস্থান গ্রহণের ফলে জাতীয় পার্টি ও দেশবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এরফলে জাতীয় পার্টিতে দুটি সুস্পষ্ট ধারা সৃষ্টি হয়েছে। প্রথমত, বেগম রওশন এরশাদের নেতৃত্বে একটি ধারা। অপরদিকে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নেতৃত্বে জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ ইসলামী আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী ধারা।
এতে বলা হয়, আমি দলের একজন কর্মী হিসেবে মনে করি সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ দেশের ক্রান্তিকালে বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে পার্টির মূলনীতি ও আদর্শকে সমুন্নত রাখতে সক্ষম হয়েছেন। দেশের অগণিত নেতাকর্মী মোনাফেকী রাজনীতির বিরুদ্ধে কাজী জাফর আহমদের বীরোচিত দেশপ্রেমিক ভূমিকায় উজ্জীবিত হয়েছে।
পদত্যাগপত্রে আরো বলা হয়, কাজী জাফর আহমদের সঠিক সিদ্ধান্তকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্মান জানিয়ে ১৮ দলীয় জোটকে ১৯ দলীয় জোটে রূপান্তরিত করেছেন। জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে আমি এতে গৌরব বোধ করছি। এতে বলা হয়, আমি জননেতা কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনার নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতির পদ সহ সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। আপনি আমার পদত্যাগপত্র গ্রহণ করলে বাধিত হবো। উল্লেখ্য, আহসান হাবীব লিংকন এরশাদের অনুগত থেকে গত নির্বাচনে এরশাদের আহ্বানে সাড়া দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন।