স্টাফ রিপোর্টার ॥ সহিংসতা নয়, যত দ্রুত সম্ভব সমঝোতার মাধ্যমে ফের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।
আকবর আলি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সামগ্রিক বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে একযোগে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিতে হবে। এ বিষয়ে দেশের সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘নির্বাচনকেন্দ্রিক সহিংস ঘটনার দায় কার’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সহিংসতার দায় প্রধান দুই রাজনৈতিক দলের মন্তব্য করে আকবার আলী খান বলেন, এই দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।
নতুন সরকার প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের আইনগত ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি নেই। ১৫৩টি আসনে নির্বাচনই হয়নি। বাকি ১৪৭টি আসনে ১০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়নি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিতর্ক অনুষ্ঠান উপস্থাপনা করেন। এ সময় বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনার দায় কোনোভাবেই এড়ানো যায় না। সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে এই সহিংসতা এড়ানো সম্ভব হতো। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় বিষয়টি সংলাপের মাধ্যমে সমাধানে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।