স্পোর্টস ডেস্ক ॥ আইসিসির নিয়ন্ত্রণ ও বিলিয়ন ডলার বাণিজ্য নিজেদের দখলে রাখতে মাঠের বাইরে যুদ্ধে লিপ্ত হয়েছে ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত দেশগুলো। আইসিসির নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের হাতে তুলে দেওয়ার বহুল আলোচিত প্রস্তাব পাশের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আলোচিত প্রস্তাবটি পাশ না হলে আইসিসি ছাড়ার ঘোষণাও দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান।
প্রস্তাব পাশ নিয়ে ভারতের কঠোর অবস্থানকে সমর্থন দিচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অপরদিকে আইসিসির প্রস্তাবিত চুক্তিকে ক্রিকেটের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে যেকোন উপায়ে প্রস্তাবটির পাশ রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। তাই, ক্রিকেট শক্তিগুলোর পরস্পরবিরোধী এই অবস্থান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির ভবিষ্যতকেই শঙ্কার মুখে ফেলে দিয়েছে। সমালোচিত প্রস্তাব নিয়ে দলগুলোর এই পরস্পরবিরোধী অবস্থান আইসিসিকে দ্বিখণ্ডিত করে দেবে বলেই আশঙ্কা করছেন ক্রিকেটবোদ্ধারা।
আইসিসির নিয়ন্ত্রণ ও ক্রিকেট বাণিজ্য থেকে অর্জিত লভ্যাংশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের হাতে তুলে দিতে নতুন একটি প্রস্তাব করেছে আইসিসি। প্রস্তাবটি নিয়ে চলতি মাসের ২৮ ও ২৯ তারিখে আইসিসির কার্যনির্বাহী কমিটির ত্রিমাসিক বৈঠকে আলোচনা করা হবে। বৈঠকে প্রস্তাবটি পাশের বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা। ভোটাভুটিতে প্রস্তাবটি পাশে তিন-চতুর্থাংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
প্রস্তাবের বিরোধিতা করে এরইমধ্যে বিবৃতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজও প্রস্তাববিরোধী অবস্থান নিয়েছে। নিউজিল্যান্ড প্রাথমিকভাবে প্রস্তাবের পক্ষে কথা বললেও নতুন করে প্রস্তাবের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বিশ্বক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। তাই দলগুলো প্রস্তাববিরোধী একটি জোট গঠন করতে যাচ্ছে বলেই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। আর এই জোটে যদি বাংলাদেশ ও জিম্বাবুয়ে যোগ দেয় তাহলে, কোনভাবেই প্রস্তাব পাশ করাতে পারবে না অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত। আর প্রস্তাব পাশ না হলে আইসিসি ছেড়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নিয়ে ভারতের নতুন জোট তৈরির ঘোষণা আইসিসিকে দ্বিখন্ডিত করে দেবে। একদিকে থাকবে, ভারতের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আর অপরদিকে থাকবে সমান সুযোগ-লভ্যাংশ ও নিয়ন্ত্রণের পক্ষে থাকা দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা ক্রিকেটবিরোধী এই চুক্তির বিরোধিতা করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের বাইরে টেস্ট খেলুড়ে সাতটি দেশকে এক জোট হওয়ার আহ্বান জানিয়েছে। আর আইসিসির নিয়ন্ত্রণ লাভে ভারতের কঠোর অবস্থান, আইসিসি ত্যাগের ঘোষণা ও বাকীদের জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা সামনের দিনে আইসিসিকে দ্বিখণ্ডিত করে দেবে।