এইভাবেও পরকীয়া ঠেকান যায়!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশে প্রায়ই সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে পরকীয়ার নানান খবর। কিন্তু পরকীয়ায় কেন জড়িয়ে পড়ছেন তা প্রকাশ্যে বলতে চায় না কেউই। পরকীয়া ঠেকাতে অনেকেই নিজের সঙ্গীকে নিয়ন্ত্রণ ও নির্যাতন করতে শুরু করেন। কিন্তু এর চেয়েও প্রাণবন্ত ও নির্মল উপায়েও পরকীয়া ঠেকান যায়।

জেরিড উইলসন নামের একজন যাজক, কবি, লেখক ও ব্লগার নিজের ব্লগে পরকীয়া ঠেকানর একটি সহজ পদ্ধতি লিখেছেন। তিনি লিখেন:বিবাহিত হওয়া সত্ত্বেও আমি একজনের সঙ্গে প্রেম করছি! কোন রকমের লুকোচুরি না করে আমার প্রেম সম্পর্কে বলতে চাই।

একজন নারীকে আমার অসাধারণ মনে হয়। সে সুন্দর, চৌকষ, বুদ্ধিমতী ও সুস্বাস্থ্যের অধিকারী এবং সৃষ্টিকর্তার ওপর তার অগাধ বিশ্বাস আছে। আমি তাকে নিয়ে প্রায়ই বাইরে বেড়াতে ভালবাসি। বেড়ানোর উপলক্ষ্য হতে পারে কোথাও খেতে যাওয়া, সিনেমা দেখা কিংবা অন্য কিছু। আর সে যে কতটা সুন্দর তা তাকে নিয়মিত বলতেও ভালবাসি। তার ওপর পাঁচমিনিটের বেশি শেষ কবে রাগ করেছিলাম তাও মনে পড়ে না। পরিস্থিতি যেমনই থাকুক, তার একটি হাসি আমার সারাদিনটাকে করে তোলে আনন্দময়, উজ্জ্বল।

মাঝে মাঝে কোন আভাস না দিয়েই সে হঠাৎ আমার অফিসে চলে আসে। আমাকে চমৎকার লাঞ্চ করায়। অথবা নিজের হাতে কোন না কোন খাবার বানিয়ে এনে আমাকে চমকে দেয়। আমার বিশ্বাসই হয় না যে আমি এত ভাগ্যবান; বিবাহিত হওয়া সত্ত্বেও আমি এমন একটি মেয়ের সাথে সম্পর্ক রাখছি!

আপনারাও চেষ্টা করুন! দেখুন, জীবনটা কেমন বদলে যায়!

ওওও, আপনাদেরকে বলিনি মেয়েটি কে? তিনি হচ্ছেন আমার স্ত্রী! আপনারা কাকে প্রত্যাশা করেছিলেন?

বিয়ে হয়ে যাওয়া মানেই আপনার ডেটিং জীবন শেষ হওয়া নয়। শেষ হওয়া কোনভাবে উচিতও নয়।

বিয়ে হওয়ার পর স্ত্রীর সঙ্গে ক্রমাগত প্রেম চালিয়ে যাওয়া দরকার। স্ত্রীকে পাওয়ার চেষ্টা কোনমতেই বন্ধ করা উচিত নয়। অনেক সময় আমরা দেখতে পাই বিয়ের পর সম্পর্কগুলো আর জীবন্ত থাকে না, একঘেঁয়ে হয়ে যায়; এর একমাত্র কারণ হল একে অন্যকে পাওয়ার ন্যূনতম চেষ্টাটুকুও না করা।

ডেটিংয়ের সময়টা হল প্রিয়জন সম্পর্কে বিশেষ ও অনন্য কিছু জানার সময়। বিয়ে হলেই আপনি কেন সেটা চিরতরে বন্ধ করে দিতে চান? এটা বন্ধ করা মোটেই উচিত নয়। প্রথম ডেটের উড়ন্ত প্রজাপতিটিকে বছর গড়ানর সঙ্গে সঙ্গে দেখা বন্ধ করা উচিত নয়। প্রত্যেক দিনই জেগে উঠুন এবং আপনার সঙ্গীকে অনুভব করতে দিন যে আপনি এখনও প্রথমদিককার ভাললাগার দিনগুলোতে আছেন। দেখবেন সম্পর্কের উন্নতি ঘটছে নাটকীয়ভাবে।যোগাযোগ ও পরস্পরকে পাওয়ার চেষ্টা করাই হল সম্পর্ক উন্নয়নের একমাত্র চাবিকাঠি। যারা আমাদের আন্তরিকভাবে চায় না তাদের সাথে থাকতে আমরা কেউই পছন্দ করি না।সঙ্গীর সাথে ডেট করুন, তাকে আন্তরিকভাবে পাওয়ার চেষ্টা করুন এবং বোঝান বিয়ের পরই ডেটিং বন্ধ করা উচিত নয়।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫