এইডস আতঙ্কে সৌদি আরব

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কট্টর ইসলামিক রাষ্ট্র সৌদি আরবের রাষ্ট্রজনদের এইডস আক্রান্ত হওয়ার হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। যৌন কর্মীদের সাথে সৌদি রাষ্ট্রজনদের অনিরাপদ যৌন সম্পর্কের কারণে দেশটিতে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায়, রাষ্ট্রজনদের ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে মুসলিম দেশটি। সর্বশেষ দুই সৌদি কিশোরের এইডস আক্রান্ত হওয়ার খবর দেশটির কর্তৃপক্ষকে এইডস সংক্রমণ নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে।

সম্প্রতি, ১৪ ও ১৮ বছর বয়সী দুই সৌদি কিশোর এইডসে আক্রান্ত হয়। সৌদি আরবের জেদ্দার এই কিশোরদ্বয় স্থানীয় দুই ভিক্ষুক নারীর সাথে জেদ্দার পাবলিক পার্কে যৌন সম্পর্ক স্থাপন করে। পেশায় যৌনকর্মী ঐ দুই নারীকে শাস্তির আওতায় আনতে পুলিশ তাদেরকে খুঁজছে।

বিশ্বে এইডস আক্রান্ত দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। ইসলামিক শরীয়া আইন মোতাবেক পরিচালিত সৌদি আরবে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ। অবৈধ যৌন সম্পর্ক স্থাপনকারীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এত কঠোর শাস্তির পরেও সৌদি আরবে পতিতাবৃত্তি ও এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সৌদি আরবে বর্তমানে মোট এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৭ শত ৬১ জন। ২০১২ সালে সৌদি আরবে নতুন করে আরো ১ হাজার ৩৩ জন এইডসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সৌদি রাষ্ট্রজনের সংখ্যা ছিল ৪৩১জন। ২০১৩ সালে এই সংখ্যাটি আরো অনেক বেড়ে গেছে বলেই মনে করছেন সৌদি আরবের বিশিষ্টজনরা।

সৌদি আরবের সরকারী পরিসংখ্যান মতে, বর্তমানে দেশটির ৫ হাজার ৩শত ৪৮ রাষ্ট্রজন এই মরণব্যাধিতে আক্রান্ত। এদের মধ্যে ৬ শতাধিক নারী তাদের স্বামীর দ্বারা এই রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু সৌদি আরবের বিশিষ্টজনরা মনে করছেন, সৌদি আরব সরকার বহির্বিশ্বে নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা কম করে দেখিয়েছে। আসল সংখ্যাটি প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে কয়েকগুণ বেশি বলেই তাদের অভিমত। এছাড়া শাস্তির ভয়ে অনেক সৌদি রাষ্ট্রজন তাদের এমন কৃতকর্মের কথা স্বীকার করে না।

তবে সৌদি আরবের রাষ্ট্রজনদের এমন অনিরাপদ ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক দেশটির বিশিষ্টজনদের নতুন করে ভাবিয়ে তুলেছে। এতদিন ধরে রোগটি বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নতুন করে তরুণ সমাজের মধ্যেও এই রোগটি ছড়িয়ে পড়েছে। যা দেশটির তরুণ সমাজের ভবিষ্যতকে শঙ্কাগ্রস্থ করে তুলেছে। সৌদি তরুণদের অনিরাপদ ও রাস্তার পতিতাদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকতে অনুরোধ জানাচ্ছে দেশটির সুধীজন ও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আবু বাসেল নামের জনপ্রিয় সৌদি ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট বলেন, ‘তরুণদের অবশ্যই সতর্ক হতে হবে। তাদের ক্ষণিকের ভুল তাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। যা তাদের নিজেদের ও পরিবারের জন্য দুর্দশা ডেকে আনবে।’তরুণদের ধর্মীয় নৈতিকতা মেনে এমন সম্পর্ক থেকে দূরে থাকার আহ্বান জানান এই ব্লগার।

আল ঘানাস নামের একজন বলেন, ‘যে সব এলাকা ও হোটেলে সৌদি নারী ভিক্ষুকরা বাস করে ও দেহব্যবসা করে, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা উচিত।’

নাম প্রকাশ না করার শর্তে এক নারী ব্লগার বলেন, ‘নারীদের বিরুদ্ধে নয়, আগে সৌদি পুরুষদের বিরুদ্ধে অভিযান চালান উচিত’।তবে কিছু কিছু ব্লগার তরুণদের বিবাহবহির্ভূত যৌন জীবনের আকাঙ্ক্ষার জন্য সৌদি আরবের কট্টর নীতিকে দায়ী করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫