স্টাফ রিপোর্টার ॥ সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত সালমা নামের এক পোশাকশ্রমিক আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে ঢাকার তুরাগ থানার বামনারটেক এলাকা থেকে সালমা বেগমের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বামী বাবু মিয়ার সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। সালামার বাড়ি জামালপুর সদরের উপজেলার চরসরিষাবাড়ি এলাকায়।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল পৌনে ১১টার দিকে তুরাগের বামনারটেক এলাকার একটি বাসার আড়া থেকে ওড়না দিয়ে পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক সালমা আহত হওযার পর দীর্ঘদিন শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ ঘটনায় ওই ভবনের নিচ থেকে অন্তত ১১৩৪ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পোশাককর্মী।