স্পোর্টস ডেস্ক ॥ প্রায় বছর পাঁচেক আগের ঘটনা । ২৬ তম জন্মদিনের উপহার পেয়েছিলেন ফ্র্যাঙ্ক রিভেরি । বেয়ার্ন মিউনিখের উইঙ্গার-এর জন্য মিউনিখে উড়ে গিয়েছিলেন সুন্দরী জাহিয়া দেহর । তাঁর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন রিভেরি । অর্থের বিনিময়ে ।
যৌন কর্মী জাহিয়ার কাছে অর্থের বিনিময়ে ’পরিষেবা’ পান রিয়েল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজিমাও ।
সেই ঘটনা ঘিরে এবার ঘোলা হয়েছে জল । কারণ জানা গিয়েছে যখন অর্থের বিনিময়ে জাহিয়ার সঙ্গে যৌন সংসর্গ করা হয়েছিল তখন তিনি নাবালিকা । করিমের ক্ষেত্রে ১৬ বছর এবং রিভেরির ক্ষেত্রে তাঁর বয়স ছিল ১৭ ।
এখানেই ফেঁসেছেন দুই ফুটবলার । কারণ ফ্রান্সে নাবালিকার সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সংসর্গ দণ্ডনীয় অপরাধ । ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে দু পক্ষের সম্মতিক্রমে যৌনতা করা যায় । কিন্তু তা যদি ব্যবসায়িক কারণে অর্থের বিনিময়ে হয়, তাহলেই অপরাধ ।
ফ্রান্সের আদালতে দুই ফুটবলারের বিচার চলছে । দোষী প্রমাণিত হলে তিন বছরের কারাগার এবং ৪৫ হাজার ইউরো অবধি জরিমানা হতে পারে । শুনানিতে রিভেরি, করিম বা জাহিয়া, কেউ হাজির ছিলেন না । ছিলেন তাঁদের আইনজীবীরা ।
অর্থের বিনিময়ে নবালিকার সঙ্গে যৌনতার দায় অস্বীকার করেছেন করিম । রিভেরির বক্তব্য,তিনি জানতেন না জাহিয়ার বয়স ১৮ বছরের কম ।
এই কেচ্ছার জেরে রাতারাতি শিরোনামে চলে এসেছেন জাহিয়া । প্রাক্তন এই দেহপসারিণী এখন অন্তর্বাসের ডিজাইনার।