বিনোদন ডেস্ক ॥ সম্প্রতি বলিউড অভিনেত্রী বিপাশা বসুর প্রাক্তন প্রেমিক জন আব্রাহাম ব্যাংকার প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেছেন। সে ঘটনার পর এক আলাপচারিতায় বিপাশা বলেন, তিনি তাঁদের মতো গোপন প্রণয়ের মাধ্যমে বিয়ে করবেন না। এক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
৩৫ বছর বয়সী বাঙালি বংশোদ্ভূত অভিনেত্রী বিপাশা বলেন, ‘আমার বিয়ে কোনো কঠোর গোপন বিষয় হবে না। আমি যখন বিয়ে করব তখন সবাই তা সম্পর্কে জানতে পারবে, আমার বিয়েতে গোপন কোনো কিছু থাকবে না।
২০০৩ সালের ‘জিসম’ সিনেমার সহশিল্পী জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিপাশার। আট বছর প্রেম করার পর ২০১১ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি বিপাশা তাঁর ফিটনেস ডিভিডি নিয়ে ব্যস্ত দিন কাটালেন।
এ ছাড়া হারমানের সঙ্গেও এখন বিপাশা অনেক সময় ব্যয় করছেন। সম্প্রতি তারা একত্রে বিপাশার জন্মদিন উদ্যাপন কেরেছে।
সূত্র জানিয়েছে, বিপাশা ও হারমানের অভিভাবকরা তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু করেছেন। এ বিষয়ে বিপাশাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি তার বিয়ের বিষয়টি গোপন রাখবেন, নাকি বিয়ের পর টুইটার বার্তায় বিষয়টি প্রকাশ করবেন।
প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘আমি জানি না আমি কখন বিয়ে করছি। কিন্তু যখন করব তার আগেই মানুষ জানতে পারবে। কারণ আমি অনুষ্ঠান করতে ভালোবাসি। কল্পনা করছি সেটা এত বড় অনুষ্ঠান হবে যে, সবাই সেখানে আমন্ত্রণ পাবে।’