স্টাফ রিপোর্টার ॥ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের খুনের অভিযোগে কারাগারে আটক নিহত দম্পতির একমাত্র মেয়ে ঐশী রহমানের জামিন আবেদনের শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবীর রাজ এ দিন ধার্য করেন। ঐশী বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছে।
ঐশী ‘ও’ লেভেল পরীক্ষার্থী। সে কারাগারে থেকে পরীক্ষা দিতে চায়। পরীক্ষার প্রস্তুতির জন্য তাকে লেখাপড়ার সরঞ্জাম সরবরাহ করতে ঐশীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস।
এর আগে গত ১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ঐশীর জামিন আবেদন নাকচ করে দেন।
উল্লেখ্য, ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এর পরের দিন ঐশী রমনা থানায় আত্মসমর্পণ করে।
গত ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেয়। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর এ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন।