স্টাফ রিপোর্টার ॥ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
এরআগে এ বৈঠক গতকাল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেসময় প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় তা পরিবর্তন করে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল ও শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হন।
এরপর ১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়।