বিনোদন ডেস্ক ॥ সামপ্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছে। ভারতসহ বিশ্ব মিডিয়াও তাদের এই সম্পর্ক নিয়ে কম টানাহেঁচড়া করেনি। শুরুটা হয়েছিল একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে আনুশকা ও কোহলির একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে। সেই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। অবশেষে সেই বন্ধুত্ব ঘনিষ্ঠ আকার ধারণ করে। যার ফলে বিভিন্ন স্পটে তাদের একসঙ্গে আবিষ্কার করা যায়। লুকোচুরি করে বেশ কয়েকবার ডেটিং করতেও দেখা গেছে তাদের। একাধিক পার্টিতেও একসঙ্গে হাত ধরে আসতে দেখা গেছে তাদের। কিন্তু কোন সময়ই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। এদিকে আনুশকা ও কোহলি উভয়ের বাসায় পরস্পরের যাতায়াতও রয়েছে। বেশ কয়েকবারই অনুশকার বাড়িতে ডিনারে আমন্ত্রিত হয়েছেন কোহলি। এসব কারণে তাদের প্রেমের গুঞ্জনটা আরও বেশি করে পাখনা মেলতে থাকে। সমপ্রতি তাদের প্রেমকাহিনী নিয়ে একটি টিভি চ্যানেল বেশ ফলাও করে সংবাদ প্রচার করে। বিষয়টি নিয়ে বেশ চটেছেন আনুশকা। এরই মধ্যে সেই চ্যানেলের বিরুদ্ধে লিখিত অভিযোগও পাঠিয়েছেন এই অভিনেত্রী। পরবর্তীতে অন্য একটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে কোহলির সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে কথা বলেন আনুশকা। নিজ বক্তব্যে কোহলির সঙ্গে তার কোন প্রেমের সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। এ বিষয়ে আনুশকা বলেন, সবকিছু মুখ বুঁজে সহ্য করেছিলাম। কিন্তু সমপ্রতি একটি চ্যানেল যেভাবে আমাদের সম্পর্ক নিয়ে মনগড়া কাহিনী প্রচার করলো তারপর আর মুখ বন্ধ করে থাকা যায় না। আমি পরিষ্কার করে বলতে চাই, কোহলি আমার অনেক ভাল বন্ধু। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে আমার কোন প্রেমের সম্পর্ক নেই। আর কারও সঙ্গে সম্পর্ক হলে সেটা কখনও লুকাবো না, এতটুকু আস্থা রাখতে পারেন।