স্পোর্টস ডেস্ক ॥ নতুন রেকর্ড স্পর্শ করে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন সেরেনা উইলিয়ামস। গতকাল সার্বিয়ান তরুণী ভেসনা ডলোঙ্কোকে ৬-১, ৬-২ গেমে সরাসরি সেটে হারিয়েছেন বর্তমান টেনিস রাঙ্কিংয়ের শীর্ষ এই তারকা। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে থাকা এই সার্বিয়ানকে হারাতে সেরেনার সময় লেগেছে ৬৩ মিনিট। অস্ট্রেলিয়ান ওপেনের পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এই জয়ে স্পর্শ করেছেন মর্গারেট কোর্টের গড়া রেকর্ড। এর আগে অস্ট্রেলিয়া ওপেনে সর্বোচ্চ ৬০ ম্যাচ জেতার রেকর্ড ছিল মর্গারেট কোর্টের। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর এটিই এতদিন ছিল সর্বোচ্চ। সেরেনা এদিন ভেসনাকে হারিয়ে এই রেকর্ড স্পর্শ করলেন। সেরেনা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬৮ ম্যাচ খেলে জিতেছেন ৬০টিতে আর হেরেছেন ৮টিতে। ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা এই দিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকলেন। মেলবোর্নে এবার শিরোপা জিততে পারলে কিংবদন্তি ক্রিস এভার্ট এবং মার্টিনা নাভ্রাতিলোভার ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন সেরেনা। আর সে পথেই যেন হাঁটছেন গত বছর ১১টি শিরোপা জেতা ৩২ বছর বয়সী এই আমেরিকান টেনিস তারকা। সেরেনা উইলিয়ামস ছাড়াও আজ তৃতীয় রাউন্ডে উঠেছেন এশিয়ার গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা লি না। চীনের এই টেনিস তারকা স্বপ্ন ভেঙেছেন সুইজারল্যান্ডের ১৬ বছর বয়সী বেলিনডা বেনকিকের। তাকে লি না হারিয়েছেন ৬-০, ৭-৬ (৫) গেমে।