স্পোর্টস ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসন থেকে নির্বাচিত সাংসদ বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
রোববার যুবও ক্রীড়া উপমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদীসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও বাফুফে’র স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।