স্টাফ রিপোর্টার ॥ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। খ্রিস্টীয় ৫৭০ সালের এ দিনে ইসলাম ধর্মের প্রবর্তক মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। এছাড়া মহানবী (সা.) দীর্ঘ ২৩ বছর ইসলামের বার্তা প্রচার করে ৬৩ বছর বয়সে একই দিনে মৃত্যুবরণ করেন। তাই এ দিনটি মুসলমান ধর্মাবলম্বীদের জন্য তাৎপর্যপূর্ণ।
এই দিনটি আনন্দ ও বেদনার হওয়ায় কেউ কেউ ঈদে মিলাদুন্নবী (সা.), আবার কেউ সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
সমগ্র আরব বিশ্ব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবেছিল, তখন মহান আল্লাহতায়ালা তার হাবিব মহানবীকে (সা.) মানবজাতির ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছিলেন। হযরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার পর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। তিনি সব ধরনের কুসংস্কার, গোঁড়ামী, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা পারিবারিক ও সামাজিকভাবে নানা অনুষ্ঠান পালন করে থাকেন। এর মধ্যে রয়েছে নফল নামাজ আদায়, কোরআনখানি, মিলাদ-মাহফিল।
এ দিনটিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মসজিদ মাদরাসায় বিশেষ মিলাদ মাহফিলে আয়োজন করা হবে। মুসলমানরা এই দিনটি ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটাবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপললক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি। দিনটিতে দেশের সব টেলিভিশন ও রেডিও চ্যানেল পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সংবাদপত্রগুলোও প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।
উল্লেখ্য, ২ জানুয়ারি বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়। সে অনুযায়ী ১৪ জানুয়ারি সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হওয়ার কথা জানায় ইসলামিক ফাউন্ডেশন।
ওইদিন সন্ধ্যায় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আওয়াল এতে সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় ৩ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।