বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, দশম সংসদ নির্বাচনে ১৫৩ আসনে কোন প্রতিদ্বন্দ্বিতা ছিল না। বাকি আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ছিল নামমাত্র। এতে জনমতের যথাযথ প্রতিফলন ঘটেনি। গতকাল বঙ্গভবনের নতুন সরকারের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন দূত এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় এ আয়োজনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনারদের সঙ্গে ড্যান মজিনাও অংশ নেন। বেরিয়ে যাওয়ার মুহূর্তে মূল ভবনের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার ও বিরোধী দলের মধ্যে দ্রুত সংলাপ শুরুর তাগিদ দেন। বলেন, যুক্তরাষ্ট্র আশা করে যত দ্রুত সম্ভব সংলাপ ও নির্বাচন হবে।
ড্যান মজিনার কাছে সাংবাদিকরা জানতে চান, শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি নির্বাচনকে স্বীকার করা কিনা? জবাবে তিনি বলেন, এটা নির্বাচন বা সরকারকে স্বীকার করার বিষয় নয়। আমরা বাংলাদেশের জনগণকে স্বীকার করি।