বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গহণার ক্ষেত্রে সোনার ব্যবহার নতুন কিছু নয়। তবে সোনার তৈরি অন্তর্বাস তৈরির ঘটনা এটাই প্রথম।
অবাক করার মত এ কাজটিই করে দেখিয়েছেন চায়নার এক ডিজাইনার।
সম্পূর্ণ সোনার তৈরি এ গার্মেন্টসটিতে ডিজাইনার ৩ কেজি স্বর্ণ ব্যবহার করেছেন। আর রমণীদের মহামূল্যবান এ অন্তর্বাসের মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
তবে উল্লেখ্য, শিল্পকলার ঐতিহ্য হিসেবে অন্তর্বাসটি তৈরি করা হয়েছে। এটি বিক্রির জন্য নয়।