বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাপানে মিৎসুবিসির একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্য জাপানের ইয়োক্ক্যাইছি শহরের মিয়ে এলাকার ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান মিৎসুবিসির পরিচালিত রাসায়নিক কারখানার একটি প্লান্টে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় ১৭ জন গুরুতর আহত হয়েছেন। ইয়োক্ক্যাইছি শহরের ওই প্লান্ট টোকিও থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ প্লান্টে বিশেষজ্ঞরা সিলিকন পদার্থ উৎপাদন করেন।
বিস্ফোরিত প্লান্টের মুখপাত্র জানান, সিলিকন উৎপাদনে বিশেষজ্ঞ কর্মীদের ‘হিট এক্সচেঞ্জার’ ব্যবহারের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও নির্মাণসামগ্রী উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি মিৎসুবিসি।বিবিসি, এএফপি।