স্টাফ রিপোর্টার ॥ অন্যবার বছরের প্রথম দিন থেকেই শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রধান দুদলের বিরোধের জের ধরে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ঢাকাবাসীর বহু আকাঙ্খিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার শুরু হচ্ছে ১১ জানুয়ারি থেকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটি ১৯তম আসর।
মেলা উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৩ টায় শেরে-বাংলা নগরের বাণিজ্য মেলার জন্য নির্ধারিত স্থানে মেলা সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।
মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্কসহ বেশ কিছু দেশের পণ্য প্রদর্শিত হবে।
মেলায় প্যাভেলিয়ন, প্রিমিয়ার প্যাভেলিয়ন, মিনি প্যাভেলিয়ন, সাধারণ স্টল ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্টলে রকমারি সরঞ্জাম, কসমেটিকস, স্টেশনারি, ইলেকট্রনিক্স পণ্য, পাটজাত পণ্য, কার্পেট, চামড়াজাত পণ্য ও পাদুকা, জুয়েলারি, খেলনা, সিরামিকস পণ্য, মেলামাইন বস্ত্র, আসবাবপত্র, হস্তজাত তৈজসপত্রসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে।
উল্লেখ্য, দেশে পণ্য ও সেবা প্রদর্শনীর সবচেয়ে বড় আসর হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গেল বছর বাণিজ্য মেলায় মোট স্টল ছিল ৫০৬টি। দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ১২টি দেশের ৩১টি বিদেশি প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রদর্শনি করে।