বিনোদন ডেস্ক ॥ সিনেমায় নেই বহুদিন ধরে। অনেকটা বেকার হয়েই কাটছে তার দিন। প্রযোজক-পরিচালকদের খুব একটা আগ্রহও নেই তাকে নিয়ে। তবে তাতে কি? লাখো ভক্তের হৃদয়ে তিনি এখনো সেরা ।তিন-তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি।
এক অনুসন্ধানে দেখা গেছে, গুগল সার্চে ঢালিউড নায়িকাদের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছেন পপি। আর ৭০ ভাগেরও বেশি ভক্ত তাকে খোঁজেন ‘হট পপি’ হিসেবে। এক অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশের তারকাদের খোঁজ করেন এমন গুগল ব্যবহারকারীর ৪০ ভাগেরও বেশি কোন না কোন সময় পপিকে খুঁজেছেন। শুধু তাই নয়, ইউটিউবেও পপির হট গানের চাহিদা অনেক তারকার থেকেই বেশি।
১৯৯৭ সালে ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন পপি। তার আলোচিত সিনেমার মধ্যে- বিদ্রোহ চারিদিকে, ক্ষেপা বাসু, ওদের ধর, কারাগার, বিষাক্ত চোখ, প্রেম করেছি বেশ করেছি, বিদ্রোহী পদ্মা, সুধা, মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা অন্যতম।