বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশে প্রহসনের নির্বাচনী তফশীল বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে বিট্রিশ প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরনের কাছে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। বুধবার ১০ নং ডাউনিং স্ট্রীটস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সাধারণ সম্পাদক খয়ছর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আবু সামেয় প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হলে দেশের গণতন্ত্র হুমকির সম্মুখিন হবে।
এতে বলা হয়, বর্তমান আওয়ামী জোট সরকার মূলত প্রহসনমূলক নির্বাচনের মধ্যে দিয়ে এক দলীয় বাকশালী সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিরোধী দলের সকল কর্মসূচীতে বাধা দান করে বাংলাদেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে এর দায়ভার বিরোধী দলের নেতা কর্মীদের ওপর চাপিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলে প্রেরন করছে।