বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের বিহারের একটি গ্রামে অবিবাহিত মেয়েদের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলার সোমগড় গ্রামপঞ্চায়েতের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই নিষেধাজ্ঞা অমান্য করলে মোটা অংকের রুপি জরিমানা দিতে হবে।
গ্রাম পঞ্চায়েত প্রধান স্বামী জাকির আনসারি জানান, গ্রামবাসীদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও বিহার পঞ্চায়েতিরাজ মন্ত্রী ভীম সিংহ জানিয়েছেন, কোন গ্রাম পঞ্চায়েতেরই মেয়েদের মুঠোফোন ব্যবহার করতে না দেওয়া বা তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর কোনও অধিকার নেই।
তবে গ্রামের মহিলারা বা অন্য কোন ব্যক্তি এই মর্মে থানায় অভিযোগ জানালে সংশ্লিষ্ট পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পঞ্চায়েত মন্ত্রী।
উল্লেখ্য, বিহারে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়, এর আগে ঔরঙ্গাবাদ জেলার এক গ্রাম পঞ্চায়েত স্কুলে পড়ুয়াদের মুঠোফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। একইসঙ্গে মেয়েদের প্ররোচনামূলক পোশাক পরার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেখানে।