স্টাফ রিপোর্টার ॥ ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া ও দেশের দক্ষিণ-পশ্চিমাজ্ঞালের ২১ জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে। এতে দুই পাড়ে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বিআইডাব্লিউটিসির সূত্রে জানা যায়, গতরাত সাড়ে ১২টার দিকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত সোয়া ১টা থেকে এ রুটে ফেরি ও লঞ্চ চালাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে ৪০টিরও বেশি যানবাহন ও কয়েকশ যাত্রী নিয়ে ৫টি ফেরি নোঙ্গর করে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।
এদিকে, বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, গতরাতে প্রচুর কুয়াশা পড়তে থাকে। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় বিপদ এড়াতে ভোর ৬টা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে ৫টি রো রো ফেরি আটকা পড়েছে।
আটকা পড়া ফেরিগুলো হলো- কপোতী, শাহ আলী, হামিদুল, বরকত, আমানত শাহ।
পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার রাসেল মাহমুদ জানান, ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকা প্রায় আড়াইশ থেকে ৩শ গাড়ি পারাপারের অপেক্ষা আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু হবে।